আজও প্রধানমন্ত্রী উপহারে চাল বিতরণ করেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনার

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মহীন ও নিন্ম আয়ের ২১ হাজার পরিবারের কাছে পৌছে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় কাউন্সিলরবৃন্দ মহানগরীর ৩০টি ওয়ার্ডে পরিবারপ্রতি ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করছেন। এর অংশ হিসেবে গতকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ শুরু করেছে রাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।

সেই কর্মসূচীর অংশ হিসেবে আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকালে আবারো ১৪ নং ওয়ার্ডবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

সামাজিক দূরত্ব বজায় রেখে নারী ও পুরুষ আলাদাভাবে লাইনে দাঁড়িয়ে ১৪ নং ওয়ার্ডের কয়েকশ মানুষ তাদের প্রীয় নেতার কাছ থেকে প্রধানমন্ত্রী উপহার হিসেবে খাদ্য সামগ্রী গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিস রাজশাহী বিভাগের বিভাগীয় উপপরিচালক আবুল কালাম আজাদ, তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির কুমকুম, ১৪ নং ওয়ার্ড সচিব শাহজাহান আলী, অফিস সহকারি শফিকুল ইসলাম প্রমুখ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *