স্টাফ রিপোর্টার: মতিহার থানা এলাকার চরশ্যামপুর থেকে ৩০ ফেন্সিডিলসহ মিজানের মোড়ের মাদক ব্যবসায়ী কামরুল কে আটক করেন মতিহার থানা পুলিশ। আটক কামরুল মিজানের মোড়ের আসকান আলীর ছেলে।
মতিহার থানার পুলিশের এস আই বশির ও এস আই সিদ্দিকুর রহমান সহ সংগৃহ ফোর্স মিলে এই অভিযান পরিচালনা করে মাদক সহ কামরুল কে আটক করেন।
আটক কামরুল কে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান এস আই বশির।
Spread the love