রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে টানা চারদিন ধরে মদপানে রাশিয়ান নাগরিকের মৃত্যু

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: অতিরিক্ত মদপানে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় সেরগে স্মোলনিকভ (৪৩) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণ শ্রমিক হিসেবে চাকরি করতেন।

সিডিএম হাসপাতালের পরিচালক ডা. তোকি চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে সেরগে স্মোলনিকভকে ঈশ্বরদী থেকে নিয়ে এসে সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। তারপর আমরা সবাই মিলে তাকে বাঁচানোর চেষ্টা করেছি। তখন এখানে একজন রাশিয়ান চিকিৎসকও ছিলেন।

কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। সন্ধ্যার দিকে তিনি মারা যান।

সেরগে স্মোলনিকভের সহকর্মীরা জানিয়েছেন, গত চারদিন ধরে তিনি টানা মদপান করছিলেন। এই সময়ের মধ্যে তিনি অন্য কোনো খাবার খাননি। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *