রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের করোনা শনাক্ত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে এ বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগি মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৮ জন।

রোববার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৪৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩০৭ জন এবং সুস্থ্য হয়েছেন ১৮ হাজার ২৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ২৬৮ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ৩ জন, নাটোরে ৪ জন, বগুড়ায় ১০ জন ও সিরাজগঞ্জে ৬ জন। কিন্তু এ দিন নাটোরে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৬৬৭ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৯৮২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭৬ জন, নওগাঁয় ১ হাজার ৩০৩ জন, নাটোরে ১০০৩ জন, জয়পুরহাটে ১ হাজার ৯৭ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৭৮ জন ও পাবনায় ১ হাজার ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩০৭ জন। এর মধ্যে রাজশাহীতে ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২১ জন, নাটোরে ১১ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৮৬ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৮ হাজার ২৯৬ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৪ হাজার ৭০৮, চাঁপাইনবাবগঞ্জে ৭০৮ জন, নওগাঁয় ১ হাজার ২২১ জন, নাটোরে ৮৫৩ জন, জয়পুরহাটে ১ হাজার ৩৩ জন, বগুড়ায় ৬ হাজার ৮০৯ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৯২৪ জন ও পাবনায় ১ হাজার ৪০ জন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *