বাঘায় জঙ্গিবাদ, মাদক নির্মুলসহ বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় জঙ্গিবাদ, মাদক নির্মুলসহ, সন্ত্রাস, বাল্য বিয়ে ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রোববার (১২-০৫-১৯) বাঘা থানা কমিউনিটি পুলিশিং এর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান।

বক্তব্যকালে পুলিশ সুপার বলেন, জনগণ যদি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে তাহলে অপরাধ প্রবনতা কমে আসবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে আমাদের সমাজ থেকে জঙ্গিবাদ, মাদক নির্মুলসহ, সন্ত্রাস বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের সামাজিক ভাবে বয়কট করার আহবান জানিয়ে তিনি বলেন,সন্তানকে মাদকমুক্ত রাখতে প্রত্যেক পিতা-মাতাকে নিজ-নিজ সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে হবে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চারঘাট সার্কেল) নুরে আলম, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি (অব:সর প্রাপ্ত) অধ্যক্ষ এনামুল হাসান ঝুন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর সভার মেয়র মুক্তার আলী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, রাজশাহী (ডিআইজি) অফিসের কর্মকর্তা আইনাল হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাবেক পৌর আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন , সকল ইউপি চেয়ারম্যান এবং সুশিল সমাজের গন্যমান্য ব্যাক্তি বর্গসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *