অটোরিকশাচালক মানিক হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ

রাজশাহী

স্বদেশবাণী ডেস্ক: দীর্ঘ ৫ বছর পর পাবনার চাঞ্চল্যকর অটোরিকশাচালক মানিক হোসেন (২০) হত্যা মামলায় স্বপন (২০) ও ইকবাল (২০) নামে দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং আরও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান বিকালে এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের সুলতান প্রামাণিকের ছেলে স্বপন ও একই গ্রামের ইকরাম প্রামাণিকের ছেলে ইকবাল। নিহত অটোরিকশাচালক মানিক পাবনা সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ২৬ ফেব্রুয়ারি মানিক তার অটোরিকশা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন ২৭ ফেব্রুয়ারি রাখালগাছি গ্রামের একটি ধানক্ষেতের মধ্যে তার লাশ পাওয়া যায়।

পরে জানা যায়, ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। নিহত মানিকের বাবা ওই দিন রাতেই সদর থানায় অজ্ঞাতনামা আসামির নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সন্দেহমূলক নাজিরপুর গ্রামের ইকবাল ও স্বপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা মানিককে হত্যার কথা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান সোমবার বিকালে  অভিযুক্ত দুই আসামি স্বপন ও ইকবালকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।

এ সময় সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সনৎ কুমার উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *