বাগাতিপাড়ায় ইউএনও’র নিকট কৃষি বিভাগের খাদ্যশস্য ও অর্থ সহায়তা হস্তান্তর

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ   পরিবারকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে  বেঁচে থাকার জীবন যুদ্ধ করছেন অনেক দিনমজুর। এমন খেটে খাওয়া দিনমজুদের চিন্তা প্রতিদিন সামান্য  কিছু রোজগার করতে হবে। তাদের মনে করোনার কোনো প্রভাব ফেলতে পারেনি। তাদের একমাত্র চিন্তা আজকে রোজগার করবে কি করে সব কিছু বন্ধ। আজ তারা কর্মহীন হয়ে পড়েছে এই মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে।
এজন্য বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিস সকল কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে কৃষি খাদ্যশস্য বিতরণ করার উদ্যোগ নিয়েছে।
এলক্ষে উপজেলার পৌর ও সকল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে সরাসরি সাবলম্বি কৃষকদের উৎপাদিত খাদ্যশস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক অনুদান সংগ্রহ করে স্থানীয় কৃষি বিভাগ।
বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী এসকল অনুদান সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের নিকট হস্তান্তর করেছেন।
এসব সামগ্রীর মধ্যে ছিল ৭’শ ২৫ কেজি গম, ১’শ ৩০ কেজি আলু, ২’শ ২৭ কেজি চাল, ১’শ ৭৪ কেজি পেঁয়াজ, ৬০ কেজি রসুন, এবং নগদ ৬ হাজার ৩শত ৭৫ টাকা।অনুদান হস্তান্তরের সময় কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *