রাজশাহীতে সেন্টু লুইস স্কুলের নতুন গেটের উদ্বোধন করলেন মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে সেন্টু লুইস স্কুলের নতুন গেটের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল ৫টায় ফিতা ও কেক কেটে নগরীর কয়েরদারায় অবস্থিত সেন্টু লুইস স্কুলের নতুন গেটের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী শিক্ষানগরী। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রাজশাহীতে আরো বিশেষায়িত স্কুল ও কলেজ প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বিশপ রের্ভাস রোজারিও এর সহযোগিতায় ইতোমধ্যে হলিক্রস স্কুল এন্ড কলেজ, রাজশাহী শাখাতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরের ২৫ জানুয়ারি ১৭নং ওয়ার্ডের বড়বনগ্রাম কুচপাড়ায় কলেজটির নির্মাণ কাজের উদ্বোধন করেছিলাম।

এভাবে আগামীতে নটরডেম সহ অন্যান্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শাখার আনার চেষ্টা চলছে। সকলের সহযোগিতায় রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।এ সময় সেন্টু লুইস স্কুলের নতুন গেটের সামনে রাস্তা নির্মাণ সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন রাসিক মেয়র।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশপ রের্ভাস রোজারিও। বক্তব্য দেন মাদার কার্লা, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা, সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সির বেলাল আহম্মেদ। এ সময় সেন্টু লুইস স্কুলের প্রধান শিক্ষক সিস্টার ছন্দা রোজারিও, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু সহ সেন্টু লুইস স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের গান ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *