তানোরের ১টি ইউপিতে ভোট স্থগিত ঘোষণা  

রাজশাহী
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার ৪নং সরনজাই ইউনিয়ন (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। ১০ নভেম্বর বুধবার সন্ধ্যায় এ নির্বাচন স্থগিতের খবর নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। খবরটি নিশ্চিত করে তিনি জানান, এ ইউপির আওয়ামী লীগের মনোনয়নকৃত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মালেকের ঋণ খেলাপীর মামলায় প্রার্থীতা বাতিল চেয়ে বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান সাঈদ সুপ্রিম কোর্টে রিট করলে আব্দুল মালেকের প্রার্থীতা স্থগিত করা হয়।
এতে আব্দুল মালেক নির্বাচন স্থগিত চেয়ে শুনানি করার আবেদন জানালে সুপ্রিম কোর্ট তা আমলে নিয়ে নির্বাচন স্থগিত রাখতে নির্বাচন কর্মকর্তা(ইসি)কে চিঠি পাঠিয়ে নির্দেশ দেন। তিনি আরো বলেন,আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার ৭টি ইউপিতে ভোট অনুষ্ঠিত করতে সবকিছু সম্পূর্ণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোট বাক্স ও পুলিশ, বিজিপি,  আনসার ও ভিডিপি মোতায়েন করা সম্পূর্ণ হয়েছে।শুধু রাত পোহালেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার দিয়ে ভোট শুরু করা হবে। কিন্তু হঠাৎ করে নির্বাচন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ইমেইল করায় শুধু ৪নং সরনজাই ইউনিয়ন(ইউপি) ছাড়া ৬টি  ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, নির্বাচন স্থগিত করা হয়েছে কিন্তু কবে ভোট গ্রহন করা হবে তা এখনো জানা যায়নি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *