রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের আয়োজন করা হয়

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাকাব-এ“Osteoporosis” সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য New Zealand Dairy এর “Free Bone Scanning Campaign” আয়োজন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে “Osteoporosis” সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেNew Zealand Dairy Products Bangladesh Ltdকর্তৃক ১৪ নভেম্বর হতে ১৬ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ৩দিন ব্যাপী“Free Bone Scanning Campaign” এর আয়োজন করা হয়। গত ১৪ নভেম্বর ২০২১ তারিখে এইCampaignএর উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব মোঃ জয়নাল আবেদীন; নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব মাকসুদা নাসরীন; রাকাব প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। ৩দিন ব্যাপী Campaign টি পরিচালনা করেন New Zealand Dairy Products Bangladesh Ltd. এর সিনিয়র মেডিকেল এসোসিয়েট মোঃ আজহারুল ইসলাম এবং ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ডাঃ রেবেকা সুলতানাসহ অন্যান্য কর্মীবৃন্দ। রাকাব প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের অন্যান্য সদস্য ও আত্বীয়-স্বজনদের মধ্য থেকে প্রায় ৩৫০ জন এ “Bone Scanning” সেবা গ্রহণ করেন। Campaign এর প্রথম দিনে New Zealand Dairy Products Bangladesh Ltd. এর সিনিয়র মেডিকেল এসোসিয়েট মোঃ আজহারুল ইসলাম এবং ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ডাঃ রেবেকা সুলতানা “Osteoporosis” সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *