মান্দায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

রাজশাহী লীড
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে বিকেল ৪টায়। উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩জন আওয়ামী লীগ মনোনীত এবং ১১ জন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনের দিন রাতে বেসরকারীভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারশোঁ ইউপির মুস্তাফিজুর রহমান সুমন নৌকা প্রতীকে ১০ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাজ উদ্দিন ঘোড়া প্রতিকে ৮ হাজার ৯৫৮ ভোট পেয়ে ২য় ও মোজাম্মেল হক আনারস প্রতীকে ২ হাজার ৪৯০ ভোট পেয়ে ৩য় হয়েছেন।  ভালাইন ইউপির গোলাম মোস্তফা মন্ডল (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে ৬ হাজার ৮২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম আলী মন্ডল নৌকা প্রতীকে ৪ হাজার ৩৪৪ ভোট পেয়ে ২য় ও রফিকুল ইসলাম মটর সাইকেল প্রতীকে ২ হাজার ৭৫৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন। পরানপুর ইউপির মাহফুজুর রহমান উজ্জল নৌকা প্রতীকে ৬ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে ৫ হাজার ৩৪৫ ভোট পেয়ে ২য় ও ফারুক হোসেন আনারস প্রতীকে ৩ হাজার ১১৬ ভোট পেয়ে ৩য় হয়েছেন।  মান্দা সদর ইউপিতে ডা.তোফাজ্জল হোসেন চশমা প্রতীকে ৫ হাজার ৮৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন (তোফা) নৌকা প্রতীকে ৫ হাজার ৮৪২ ভোট পেয়ে ২য় ও মাজেদুর রহমান মিঠু ঘোড়া প্রতীকে ৩ হাজার ৬৫৮ ভোট পেয়ে ৩য় হয়েছেন। গনেশপুর ইউপির শফিকুল ইসলাম বাবুল চৌধুরী আনারস প্রতীকে ১০ হাজার ১৭০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হানিফ উদ্দিন মন্ডল নৌকা প্রতীকে ৫ হাজার ৫৯২ ভোট পেয়ে ২য় ও এমদাদুল হক সুলতান চশমা প্রতীকে ১ হাজার ২৩৮ ভোট পেয়ে ৩য় হয়েছেন। মৈনম ইউপিতে আনিছুর রহমান মটর সাইকেল প্রতীকে ৭ হাজার ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছিন আলী রাজা ৩ হাজার ৮৭৬ ভোট পেয়ে ২য় ও দেওয়ান ওয়ালী হোসেন অটোরিকশা প্রতীকে ২ হাজার ৮৫ ভোট পেয়ে ৩য় হয়েছেন। প্রসাদপুর ইউপিতে আব্দুল মতিন মন্ডল ঘোড়া প্রতীকে ৫ হাজার ৪৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম চশমা প্রতীকের প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন ৪ হাজার ৯৬৩ ভোট পেয়ে ২য় ও আবু বক্কর সিদ্দিক নৌকা প্রতীকে ৩ হাজার ১৬৮ ভোট পেয়ে ৩য় হয়েছেন।  কুসুম্বা ইউপির নওফেল আলী মন্ডল  মটর সাইকেল প্রতীকে ১২ হাজার ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন নৌকা প্রতীকে ১০হাজার ১৫ ভোট পেয়ে ২য়, মামুনুর রশিদ আনারস প্রতীকে ২০৫ ভোট পেয়ে ৩য় হয়েছেন।  তেঁতুলিয়া ইউপিতে এস এম মখলেছুর রহমান কামরুল চশমা প্রতীকে ৪ হাজার ৩৭৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আখেরুজ্জামান সেলিম আনারস প্রতীকে ৩ হাজার ৭১৫  ভোট পেয়ে ২য় ও গাজিবুর রহমান নৌকা প্রতীকে ২ হাজার ৬০২ ভোট পেয়ে ৩য় হয়েছেন। নুরুল্যাবাদ ইউপির ইয়াসিন আলী প্রামানিক চশমা প্রতীকে ৪ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাধীন কৃষ্ণ রায় নৌকা প্রতীকে ৩ হাজার ৭৬৯ ভোট পেয়ে ২য় ও এস এম রফিকুল ইসলাম আনারস প্রতীকে ২ হাজার ৩২৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন। কালিকাপুর ইউপির আশরাফুল ইসলাম বাবু মোটর সাইকেল প্রতীকে ৪ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আলিম মন্ডল নৌকা প্রতীকে ৪ হাজার ৪৭ ভোট পেয়ে ২য় ও আবু হায়দার প্রমানিক ঘোড়া প্রতীকে ৩ হাজার ৪০৩ ভোট পেয়ে ৩য় হয়েছেন। কাঁশোপাড়া ইউপির আব্দুস ছালাম আনারস প্রতীকে ৬ হাজার ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান মোল্লা চশমা প্রতীকে ৫ হাজার ২৯৯ ভোট পেয়ে ২য় ও আব্দুল খালের নৌকা প্রতীকে ৩ হাজার ৯৩৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন। কশব ইউপির ফজলুর রহমান নৌকা প্রতীকে ৫ হাজার ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্যা আল মাসুদ মটর সাইকেল প্রতীকে ৩ হাজার ৯৯০ ভোট পেয়ে ২য় ও আব্দুস সালাম সরকার চশমা প্রতীকে ২ হাজার ৪৬১ ভোট পেয়ে ৩য় হয়েছেন। বিষ্ণুপুর ইউপির এস.এম গোলাম আজম আনারস প্রতীকে ৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৪ হাজার ৪৯৭ পেয়ে ২য় ও কাজেম উদ্দিন প্রামানিক চশমা প্রতীকে ২ হাজার ৫৪৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
দিনব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *