চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিকের অস্ত্র মামলায় যাবজ্জীবন

রাজশাহী লীড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ভারতীয়কে যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দÐিত মিলন সিংহ (৪২) ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্টমনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৭টি পিস্তুল, ১৪টি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ মিলন সিংহকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৫ চাঁপাইনবাগঞ্জ ক্যাম্পের এসআই মো. গোলাম সারোয়ার বাদী হয়ে মিলনকে আসামি করে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত মেশে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই মাহমুদুল হাসান ২০১৮ সালের ১ মার্চ মিলনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *