রাজশাহীর কাটাখালী থানার ওসি জিল্লুর রহমানের ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। হ্যাকের পর সেই আইডি থেকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি করা হয়। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওসি। বুধবার তার আইডি হ্যাক করা হয়।

ওসি জিল্লুর রহমান বলেন, আমার ছবি ব্যবহার করে কে বা কারা আমার বন্ধুদের কাছে টাকা চাচ্ছে। দয়া করে কেউ টাকা দিবেন না। সবাইকে আমার ফেক আইডিতে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি। এনিয়ে তিনি তার ফেসবুক প্রোফাইলে ইংরেজিতে একটি পোস্ট দেন।

ওসির সেই পোস্টের কমেন্টে সেকশনে অনেকেই মন্তব্য করেন। সাইফুল আজম সজল নামের একজন মন্তব্য করেন, ‘এই বদমাইশ আমার কাছেও বিকেলে বিকাশে ৩০০০ টাকা চেয়েছে! যার স্ক্রিনশট আমি এখানে দিলাম এবং প্রকৃত আইডির অধিকারী officer-in-charge কাটাখালি থানা, তার সঙ্গে আমি কথা বলেছি! আমি আশা করবো একজন ওসির আইডি যারা হ্যাক করতে পারে, তাদের হাত কত বড় শক্ত !তাই আমি ওসি জিল্লুর সাহেবকে বলব এই সংঘবদ্ধচক্রকে ধরতে পারেন কিনা!

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *