কেশরহাটে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রাজশাহী

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

৩০ এপ্রিল শনিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কেশরহাট বাজারের আটা-লবনের পাইকারী ব্যবসায়ি আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ময়দার আটা বিক্রয় করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার এধরণের আটা বিক্রির সময় জনতা মালামাল আটক করে প্রশাসনকে ফোন দেয়। ঘটনা স্থলে ভ্রাম্যমাণ আদালত পৌঁছানোর আগেই আজিজ জোরপূর্বক মেয়াদ উত্তীর্ণ আটা সরিয়ে নেয়। তবে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় এ জরিমানা করা হয়।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *