রাজশাহীর মোহনপুর উপজেলা থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার : আটক ১

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৩) ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম রিফাত হোসেন। তার বাড়ি জেলার তানোর উপজেলার তালন্দ গ্রামে। বাবার নাম সলিম উদ্দিন। রিফাত একজন ট্রাকচালক।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, ভুক্তভোগী মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মোহনপুরের ঘাসিগ্রামে তার বাড়ি। রিফাত তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসতেন। গত বুধবার স্কুল থেকে ফেরার পথে তাকে অপহরণ করে নিয়ে যান রিফাত।

এ নিয়ে রাতেই মেয়েটির ভাই থানায় অপহরণের মামলা করেন। এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। অবশেষে তাদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি রিফাতকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, শুক্রবার রিফাতকে রাজশাহীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শারীরিক পরীক্ষার জন্য ওই মেয়েটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *