রাজশাহীর পুঠিয়ায় মাদক সেবনরত অবস্থায় আটক ৫ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

রাজশাহী লীড

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মাদক সেবনের অপরাধে ৫ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বানেশ্বর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে মাদক সেবনরত অবস্থায় আটক করে।

পরে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইসলাম হোসেন (৫৯), শান্ত (২২), শরিফুল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম (৩২) ও হাওয়াজ আলী (৩৫)। তারা সবাই একই ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রকের খ সার্কেলের একটি টিমের সহযোগীতায় উপজেলার বানেশ্বর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে একটি পরিত্যক্ত কক্ষে মাদকসেবনরত অবস্থায় ওই ৫ জনকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *