আজ বড় শতকের ভবিষ্যদ্বাণী

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনটি পঞ্চাশোর্ধ ইনিংস পেলেও কোনও শতক পাননি কেউই। তবে আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশি যে কোনও একজন শতক হাঁকাবেন বলেই ভবিষ্যদ্বাণী করেছেন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলী খান। একইসঙ্গে দলের উদ্বোধনী জুটিতে বড় রান দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

দীর্ঘ সময় ধরে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে প্রত্যাশিত রানের দেখা মিলছে না। তামিম ইকবাল একপ্রান্তে আস্থার প্রতীক হয়ে থাকলেও তার সঙ্গীরা হতাশ করছেন বারবার। আতহার আশা করছেন, দ্বিতীয় ম্যাচে ভাঙবে উদ্বোধনী জুটির ব্যর্থতার ধারা।

সাবেক এই সফল ওপেনার বলেন, ‘দ্বিতীয় ম্যাচে বড় উদ্বোধনী জুটি দেখতে চাই। পরে যেন ব্যাটসম্যানদের রান করা সহজ হয়। শেষদিকে হাতে উইকেট থাকলে দ্রুত রান তোলা সহজ হবে।’

বড় ইনিংস খেলার ওপর জোর দিয়ে আতহার বলেন, ‘গত ম্যাচে তিনটি ফিফটি ছিল। তামিম ও মুশফিক শতক করতে পারত। রিয়াদও দারুণ খেলেছে। যারা সেট হয়ে যাচ্ছে, তাদের ইনিংসটিকে বড় করতে হবে। আমি আশাবাদী দ্বিতীয় ওয়ানডেতে আমরা বড় একটি শতক দেখতে পাবো।’

তিনি বলেন, ‘আমি সবসময় মনে করি, তাদের দ্বারা এটা সম্ভব। শুধু সিনিয়র ক্রিকেটারই নয়, জুনিয়রদের কেউও সেট হয়ে গেলে শেষ পর্যন্ত ব্যাট করার দায়িত্ব নিতে হবে। ৫০ ওভারের খেলা। প্রচুর সময়, যত লম্বা সময় ব্যাট করা যায়, যত সময় কাটানো যায়, রান তোলা তত সহজ হয়ে যাবে। সেট হওয়া ব্যাটসম্যানকে কিন্তু আমরা দেখি বড় বড় ইনিংস খেলতে। আমি আশাবাদী, দ্বিতীয় ম্যাচে একটি বড় শতক দেখব ইনশাআল্লাহ।’

প্রথম ম্যাচে দাপুটে ক্রিকেট খেলে টাইগাররা ৩৩ রানে জয় পেলেও এখানেই সন্তুষ্টি আটকে রাখতে নারাজ আতহার। পরের ম্যাচগুলোতে আরও ভালো পারফরম্যান্স আশা করছেন তিনি।

তার ভাষায়, ‘আসলে আমাদের আশা-প্রত্যাশা কমে না, সবসময় বেশিই থাকে। জেতার পরও আমরা ভাবি কোথায় আরও ভালো খেলতে পারতাম। ওয়ানডে সুপার লিগের জন্য ১০ পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভালো খেলেছে- এটা প্রথমেই স্বীকার করতে হবে। আমরা জানি, নিউজিল্যান্ডে এক ম্যাচও জিততে পারেনি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই জয়লাভ করা মানে দলটা এখনও ভারসাম্যপূর্ণ।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *