রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উন্নয়ন সভায় উপস্থিত সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার

খেলাধুলা রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা স্টেডিয়াম ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটি এবং স্টেডিয়াম ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে নগরীর সপুরাস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন। তিনি সভার শুরুতেই উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকারকে সভার কার্যক্রম শুরুর অনুমতি দেন।

এসময় সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে বলেন, বর্তমানে সংস্থার আয় কমে গেছে। আয় কমে যাওয়ায় সংস্থা ক্ষতিগ্রস্থ হচ্ছে। সংস্থাকে সচ্ছল রাখার স্বার্থে দোকানঘরগুলির ভাড়া বৃদ্ধি করা জরুরী হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, সংস্থার কোন অনুমতি ছাড়াই আপনারা সাটার গেট লাগিয়েছেন যা আইন বহির্ভূত। তাই পরবর্তীতে দোকানঘরের যে কোন সংস্কারের আগে সংস্থার অনুমতি নিতে হবে।

এসময় সভায় উপস্থিত ব্যবসায়ীগণ অনুমতি ছাড়া সংস্কারের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি দোকানের ভাড়া বৃদ্ধির ব্যাপারে একমত পোষণ করেন।

সভায় বক্তব্য দেন, সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) খায়রুল আলম ফরহাদ, নির্বাহী সদস্য রমজান আলী, ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ রেজাউল রহমান, সাধারণ সম্পাদক এরফান আলী শাহীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, যৌথ আলোচনায় প্রতিটি দোকানের ভাড়া ৫০% হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং প্রতি ৩ বছর পর পর রাজশাহী সিটি কর্পোরেশনের ট্যাকসেস হারে ভাড়া বৃদ্ধি করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

যৌথ সভায় অন্যান্যদের মধ্যে, সংস্থার নির্বাহী সদস্য মাহমুদ জামাল, কোষাধ্যক্ষ সিরাজুর রহমান খান, হকি সম্পাদক তৌফিকুর রহমান রতন, ব্যবসায়ী সমিতির হাজি জয়নাল আবেদিন, সামাদ, আরিফুল ইসলাম, আব্দুল আজিজ, সমিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *