মোঃ রওশন আলম(মান্দা)নওগাঁ: নওগাঁর মান্দায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে মান্দা উপজেলায় উদ্বোধন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি পালনের লক্ষ্যে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে “তারুণ্যের উৎসব- ২৫” কর্মসূচির উদ্বোধন করেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ শাহ আলম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী,সুমন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শাহ আলম সেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা “তথ্য আপা” মোছাঃ খাইরুম মনিরা সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।