তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন 

খেলাধুলা রাজশাহী
তানোর প্রতিনিধি: জাতীয় সংগীত ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে রাজশাহীর তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও চেম্বার অব কমার্স রাজশাহীর ডাইরেক্টর সাইফুল ইসলাম হীরক।
তিনি বলেন তরুন যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে খেলাধূলা রক্ষা করতে পারে। এজন্য প্রতিটি তরুন ও যুবককে খেলাধূলায় আসক্ত হতে হবে। খেলা শরীর ও মনকে ভালো রাখে। নিয়োমিত খেলাধূলা শরীর গঠনে ভূমিকা রাখে, মন প্রফুল্ল থাকে। আজকের তরুণ যুবকেরা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। কারন এই যুব ছাত্র সমাজ স্বৈরাচার কে পালাতে বাধ্য করেছে। আগামীর মানবিক দেশ গঠনে তরুণ যুবকেরা নেতৃত্ব দিবে। সে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। আমার বড় ভাই তানোর গোদাগাড়ী আসনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দেয় তাহলে তরুণ যুব সমাজকে নিয়ে নানা মূখী কাজ করা হবে। খেলাধূলা কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। যাতে করে প্রতিটি মাঠে খেলাধূলা নিয়োমিত হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার সকালের দিকে তানোর পৌর এলাকার তালন্দ মাঠে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সমাসপুর একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, মাহাফিজুর রহমান মাহফুজ, ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন, ওয়ার্ড যুবদলের নেতা বজলুর রহমান, সেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান মিঠু প্রমুখ
তত্বাবধান ও খেলা পরিচালনা করেন কৃষি ব্যাংক রাজশাহীর সিনিয়র প্রিন্সিপাল অফিসার রঞ্জন চন্দ্র প্রামানিক ও মনিরুল ইসলাম । উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন মোহনপুর মৌগাছী বনাম বাগমারা অন্তর রাইডার্স। খেলায় আটটি দল অংশ গ্রহণ করবেন। শনিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে এডভোকেট সুলতানুল ইসলাম তারেক  ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন। এসময় বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *