নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাগাতিপাড়া কৃতি সন্তান মোস্তাফিজ

রাজশাহী

বাগাতিপাড়া (নাটোর )সংবাদদাতাঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার ২০২৫-২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাগাতিপাড়া উপজেলার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান। গত ১ ফেব্রুয়ারী জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে তাকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সেখানে তিনি শপথ গ্রহন করেন। ওই ফেডারেশনের কমিটিতে সাধারন সম্পাদক হয়েছেন আফতাব আলী।

এদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাগাতিপাড়ার কৃতি সন্তান হিসেবে মোস্তাফিজুর রহমান এই উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের প্রশংসায় ভাসছেন। মোস্তাফিজুর রহমান ১৯৭২ সালে ১০ আগষ্ট বাগাতিপাড়া উপজেলার যোগীপাড়া গ্রামে মাজেদ আলী সরকারের ঘরে জন্ম গ্রহন করেন। ওই গ্রামেই তিনি বাল্যকাল থেকে বেড়ে উঠেন।

তিনি ১৯৮৮ সালে বাগাতিপাড়া সরকারি পাইলট স্কুল থেকে মাধ্যমিক, ১৯৯১ সালে নবাব সিরাজুদ্দৌলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৯৫ সালে বাগাতিপাড়া ডিগ্রি কলেজে থেকে বিএ পাশ করেন। ছাত্র জীবনেই তিনি ছাত্র রাজনীতির মাধমে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯১ সালে ছাত্র শিবিরে যোগদান করেন। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাগাতিপাড়া ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি নাটোর শহর শাখার শিবিরের সভাপতিত্বের দায়িত্ব পালনের মাধ্যমে ছাত্র রাজনীতি শেষ করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে ছাত্রত্ব শেষ করে করে জামায়াতে যোগ দিয়ে ১৯৯৮ সালে সংগঠনের রুকন হন। পরে ২০০০ সালে সদর ইউনিয়নের সভাপতি এবং ২০০১-০২ বাগাতিপাড়া উপজেলার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ২০০২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার আমীর ও জেলা শুরা সদস্য ছিলেন। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা কর্মপরিষদের সদস্য ও যুব বিভাগের সভাপতি এবং ২০২৩-২৪ সেশনে অফিস সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

সবশেষে ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। কর্মজীবনে তিনি বাগাতিপাড়া পৌর প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ হিসেবে চাকুরী করেন। এছাড়াও তার সহধর্মীনি শাবানা আখতার বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *