বাঘায় আগুনে ভস্মিভ’ত বাড়ি ও মুদি দোকান  

রাজশাহী লীড

বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বাঘা পৌর এলাকায় একটি বসতবাড়িতে আগুনের ঘটনায় তিনটি টিনের ঘরসহ  মুদি দোকানের মাল-মাল ও বাড়ির যাবতীয় সকল আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার (১৫ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে বাঘা উপজেলার বাঘা পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিন গাওপাড়া গ্রামের আব্দুল জাব্বারের বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।

আব্দুল জাব্বার ওই গ্রামের জফির উদ্দীনের ছেলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ভুক্তভোগীর।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে এই আগুন বাড়ির বৈদ্যুতিক তার বেয়ে বাড়ির তিনটি ঘরেই ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই তিনটি ঘর ও একাট মুদিখানার দোকানের মালা-মাল পুড়ে ভস্মীভূত হয়।

এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎক্ষণিক আগুন নেভানো সম্ভব হয়নি। এতে নগদ টাকা এবং টিভি, ফ্রিজ, খাট-তোষকসহ তিনটি ঘরের ও একটি দোকানের সকল যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আব্দুল জাব্বার বলেন, বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাড়ির তিনটি টিনের ঘর ও বাড়ি সাথে একটি বড় মুদিখার দোকানের যাবতীয় আসবাবপত্র পুড়ে  গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঘা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে। তার আগেই বাড়ির আসবাবপত্র ও দোকানের মালামাল পুড়ে গেছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *