স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে ১ হাজার ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা সংলগ্ন বরসী এলাকার নদীর ধার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন, নগরীর গুড়িপাড়া এলাকার বাবর আলীর স্ত্রী রহিমা বেগম(২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ। বসরীর এলাকার নদীর ধারে একটি বাড়ি থেকে ১ হাজার ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রহিমাকে আটক করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য দুই লাখ ১০ হাজার টাকা। তিনি দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানায় পুলিশ।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে ১টি মামলা রুজু হয়েছে।