মহানগরীর উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে আহবান জানিয়েছেন মেয়র লিটন

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তি:
মহানগরীর উন্নয়নে সকল সহযোগী প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে একযোগে কাজ করতে আহবান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুরে নগর ভবন মিনি কনফারেন্স রুমে রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত নগরীর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ আহবান জানান।

বক্তব্যে মেয়র আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাসহ সকল বিভাগীয় শহরে সকল সার্ভিস লাইন আন্ডারগ্রাউন্ডে স্থাপনের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা অনুসারে নগরীর চলমান উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিদ্যুৎ পোলগুলো স্থানান্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নগরীর সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষগুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। উন্নত শহরের ন্যায় রাতের রাজশাহীকে আলোকিত করতে স্ট্রিট লাইট পোলের এলাইমেন্টগুলো সোজা করতে হবে। আগামীতে পরিকল্পিত মহানগরী গড়ে তুলতে নগরীর বর্ধিত এলাকায় ডাক সিস্টেমে স্পেস রাখার বিষয়ে নেসকো কর্তৃপক্ষের অনুরোধ জানান তিনি। সভায় রাসিকের বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা নিরসনে একটি সাবকমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাকিউল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, নেসকোর নির্বাহী পরিচালক (অর্থ) সৈয়দ গোলাম আহম্মেদ, রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, নেসকোর প্রধান প্রকৌশলী (বিতরণ জোন) এসএম রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১) হাসিনা দিলরুবা, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-৩) শিরিন ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) খালেদা ইয়াছরিবা লিমা, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) মোঃ আব্দুর রশিদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) আশিক রহমান, নেসকোর উপ-মহাব্যবস্থাপক (হিসাব) রবিউল ইসলাম সিদ্দিকী, নেসকোর (নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ-২) মোঃ মোয়াজ্জেম হোসেন, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) সাইয়্যিদুল মুরসালিন, নির্বাহী প্রকৌশলী মোঃ নিজামুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *