নড়াইলে ডিবি পুলিশের হাতে মটর সাইকেল চোরসহ গ্রেফতার-২১

জাতীয়

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের এস এই সৈয়দ জামারত, এ এস এই দুরানত আনিস নেতিতে মটর সাইকেল চোর সোহানসহ মোট গ্রেফতার ২১ জন। সদরে ৬ জন, লোহাগড়া ৭ জন, কালিয়া ৬ জন, নড়াগাতি ২ জন। ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।

বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, রবিবার রাত থেকে সোমবার (১৯,নভেম্বর) পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে নড়াইল সদর থেকে চারজন, লোহাগড়া থেকে সাতজন, কালিয়া থেকে পাঁচজন, নড়াগাতী থেকে আটজনকে গ্রেফতার করা হয়।

এসপি মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), জানান, গ্রেফতার ২১ জনের মধ্যে জি আর মামলায় ৮ জন, সিআর মামলায় ১১, অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *