কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড

জাতীয়

কেশবপুর (যশোার) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ভ্রাম্যমান আদালত ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান গতকাল দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক প্রতিশ্রুতি সেবা নির্ধারিত মূল্যে বা যথাযথভাবে প্রদান না করায় উপজেলার কোমরপোল গ্রামের নেছার আলীর পূত্র মনিরুল ইসলাম (৩০) কে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন। অর্থ অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন।

অপরদিকে ভ্রাম্যমান আদালত একই দিনে উপজেলার পাথরা গ্রামের মৃত নিরাঞ্জন রায়ের পূত্র অসিত কুমার রায় (৪২) কে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ১ বছর ৬ মাস ও ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন। অর্থ অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন।

এছাড়া ভ্রাম্যমান আদালত মঙ্গলবার উপজেলার ভান্ডারখোলা গ্রামের জামাল উদ্দীনের পূত্র ১৬ মামলার আসামী মাদক ব্যাবসায়ী মনিরুজ্জামান মনিকে (২৫) কে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ১ বছর ৬ মাস ও ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন। অর্থ অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *