# ‘দারুচিনি দ্বীপ’-এ অভিনয় করে ক্যারিয়ারের প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারি মম
# মম অভিনীত ও শিহাব শাহীন পরিচালিত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ দর্শক সাড়া পেয়েছিল। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অরুণ চৌধুরীর ‘আলতা বানু’।
অভিনয়ে পথচলার সাফল্যের এক যুগ পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পেশাগতভাবে অভিনয়ে নিজেকে সম্পৃক্ত করেন। সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয় করেন। প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন মম। এরপর অবশ্য তিনি টিভি নাটকে অভিনয়েই বেশি ব্যস্ত হয়ে ওঠেন।
এক যুগের বেশি সময় ধরে মিডিয়ায় নিজের পথচলা নিয়ে মম বলেন, ‘দীর্ঘ এক যুগের এ পথচলা খুব সহজ ছিল না। অনেক শ্রম দিতে হয়েছে। নানা পরিবেশ-পরিস্থিতির মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে হয়েছে, কাজ করতে হয়েছে। আমার পাশে যারা এ দীর্ঘ সময় থেকেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মম এরই মধ্যে শেষ করেছেন রায়হান রাফির ‘দহন’ চলচ্চিত্রটির শুটিং। মম অভিনীত ও শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটি দর্শক সাড়া পেয়েছিল। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অরুণ চৌধুরীর ‘আলতা বানু’। গেল ঈদে মম শিহাব শাহীনের পরিচালনায় ‘বিনি সুতোর টান’ টেলিফিল্মে অভিনেতা অপূর্বর ছেলে আয়াশের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।