কেশবপুরে মোটরসাইকেল চালকদের হেলমেড পরিয়ে দিলেন ওসি

জাতীয়

কেশবপুর  (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে “সড়ক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিয়ে দিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ আবু সাঈদ।

যানবাহন চালকের সড়ক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করেন হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের নিরাপদে গাড়ি চালানো ও বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দিয়ে তাদেরকে নতুন হেলমেট পরিয়ে ‍‍দেন।

এ সময় ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা, উপ পরিদর্শক ফরিদ আহম্মেদসহ থানার অন্যান্য অফিসাররাও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বলেন, যে সকল মোটরসাইকেল চালকদের হেলমেট অবস্থায় পাওয়া যায়নি তাদের ভেতর ৫ জনকে নুতন হেলমেট কেনানো হয়েছে। বাকী ৫ জন বাড়ি থেকে হেলমেট আনার পর মাথায় পরিয়ে দেওয়া হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *