শহীদ কামারুজ্জামানের সমাধিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের শ্রদ্ধা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনা’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের নেতৃবৃন্দ।

বুধবার সকালে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধাঞ্জলি জানান।

এরপর নেতৃবৃন্দ এক মিনিট নিরবতা পালন শেষে সুরা ফাতেহা পাঠ করে মোনাজাতে করেন।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ূন, যুগ্ম সম্পাদক ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিষ্টার ফজলে নূর তাপস, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি, এ্যাড. আজহারুল, ব্যারিষ্টার সুমন, এ্যাড. জুয়েল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

এছাড়া রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ থেকে আগত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আজ বুধবার সকালে রাজশাহী কোর্ট বার অ্যাসোসিয়েশনে এ কার্যক্রমের উদ্বোধনের আগে নেতৃবৃন্দ শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনা’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানান।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *