দুটি রূপে হাজির হতে যাচ্ছেন রাইমা

বিনোদন

স্বদেশ বাণী ডেস্ক: এবার দর্শকদের সামনে দুটি রূপে হাজির হতে যাচ্ছেন রাইমা। ছবির নাম ‘রিইউনিয়ন’। আগামী ৭ ডিসেম্বর ‘রিইউনিয়ন’ মুক্তি পাবে ছবিটি।মুরারিমোহন রক্ষিত পরিচালিত ছবিতে তার বিপরীতে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। যদিও ছবিতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন রাইমা। তবে গল্পের কারণেই এই ছবিতে কাজ করেছেন বলে জানান।

রাইমা ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, নতুন এই ছবিতে তার অভিনয় খুব বড় নয়। তবে চরিত্রটি খুব গুরত্বপূর্ণ। গল্পটি তার খুবই পছ্ন্দ হয়েছে। নব্বই দশকের কলকাতার ছাত্র রাজনীতি ও বন্ধুত্বের কাহিনি তুলে ধরা হয়েছে।

গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পর আবার এক সঙ্গে জড়ো হয়েছেন কলেজের বন্ধুরা। ২০ বছর পেরিয়েছে, নানা খাতে বয়েছে সকলের জীবন। তবে কেউ কেউ আবার সময়ের সঙ্গে এগিয়েও কোনও বিশেষ কারণে স্মৃতি আঁকড়েই থেকে গেছে। অনেক হারিয়ে যাওয়া বন্ধুদের রিউনিয়ন এই ছবি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ‘গডমাদার’র মাধ্যমে তার চলচ্চিত্রে পথচলা শুরু হয় রাইমা সেনের। কলকাতার ছবির পাশাপাশি বলিউডে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এছাড়াও তামিল ও মালয়ালম ছবিতেও কাজ করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *