রণভীর-দীপিকার বিয়ের পর্বের মধ্যেই সবার নজর ছিল যোধপুরের উমেদ ভবনে। দেশি গার্ল প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে বিদেশি সেলেব্রিটি নিক জোনাসের। আস্ত রাজবাড়ি জুড়ে চলে বিয়ের অনুষ্ঠান। উমেদ ভবনে শুধু আলোর রোশনাই।
এবার প্রকাশ্যে আসছে একের পর এক বিয়ের মুহূর্তের ছবি। কখনও খ্রিষ্টান বেশে তো কখনও দেশি গার্ল হিসাবে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। তবে এই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে নিক আর প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে নিক এবং প্রিয়াঙ্কা রয়েছেন চুম্বনরত অবস্থায়। যদিও খ্রিষ্টান মতে বিয়েতে একে-অপরকে চুম্বন রীতিতেই পড়ে।