ভোক্তা অধিকার আইনে রাজশাহীর ‘রবি সুপার শপ’কে ৩২ হাজার টাকা জরিমানা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নিয়মিত বাজার অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও সহকারী পরিচালক মো. মারুফ আল হাসান বাজার অভিযান পরিচালনা করেন।

এসময় জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করেন তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. মারুফ আল হাসান জানান, একজন ভোক্তার নিকট মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ সরেজমিন তদন্তের অংশ হিসেবে রবিবার বিকেলে নগরীর রাণীবাজারস্থ ‘রবি সুপার শপে’ বাজার অভিযান চালানো হয়।

সেখানে অভিযানে ২০ বোতল মেয়াদ উত্তীর্ণ ‘মুঘল লাচ্ছি’ এবং ৩১ বোতল মেয়াদ উত্তীর্ণ ‘চকলেট ফ্লেভারড মিল্ক’ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শণ করা অবস্থায় পাওয়া যায়। এসব পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে ২০ হাজার টাকা এবং অভিযোগকারী ভোক্তার কাছে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে আরও ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নগরীর নওদাপাড়াস্থ পৃথক দুটি দোকানে বাজার অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শণের দায়ে দোকান দুটিকে যথাক্রমে ৭ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *