স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন পবার হরিয়ান এলাকায় গণসংযোগ চালিয়েছেন। আজ বুধবার সকাল ৮টা থেকে দিনব্যাপি নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা করেন তিনি।
নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম,পাড়া, ও বাজার এলাকায় যান এবং ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।
গণসংযোগপুর্বক পথ সভায় মিলন বলেন, এই সরকারের আমলে দেশে কোন প্রকার উন্নয়ন হয়নি। যা উন্নয়ন হয়েছিল বিএনপি’র আমলে। সেহেতু দেশের উন্নয়ন করতে হলে বিএনপি’র কোন বিকল্প নাই।
গণসংযোগের সময় জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, আলী হোসেন, পবা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, হরিয়ান বিএনপি’র সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সভাপতি রজব আলী, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, আজাদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বজলু ও পবা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানসহ অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।