প্রেস রিলিজ:
গত ২৪ ঘন্টায় (২০/০৩/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৫ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০২ জন ও ডিবি পুলিশ-০২ জনকে আটক করে।
যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ (১) মোসাঃ শেলী আহম্মেদ (৪৮)কে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ সাদ্দাম (২৮)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ শহিদুল ইসলাম (৩১)কে ১১ বোতল ফেন্সিডিল সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) শ্রী পিটার মার্ডী (২৫) ও (২) শ্রী তাপস রায় (২৫)দ্বয়কে ০৯ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ হাসান আলী বকুল(২৬)কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ আব্দুল হাদী (৪৭)কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ মুক্তার হোসেন (২৮)কে ৫.৩ গ্রাম হেরোইন সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ আশিকুর ইসলাম @ মুরাদ (২৯)কে ০৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
স্ব.বা/বা