স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে অনুষ্ঠিত চতুর্থ উন্নয়ন মেলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যারয়ে ঘোষণা করেন, রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের।
এসময় অনুষ্ঠিত চতুর্থ উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী ১৭৬ টি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন বিষয়ক স্টলের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবছর মেলায় প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে তারা হলো- গণপূর্ত অধিদপ্তর, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক), বিভাগীয় পাসর্পোট ও ভিসা অফিস, রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সড়ক ও জনপদ বিভাগ, কৃষি মন্ত্রানালয় (কৃষি বিভাগ), রাজশাহী মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী ওয়াসা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড।
এর আগে রাজশাহীতে অনুষ্ঠিত চতুর্থ উন্নয়ন মেলা আয় ব্যায়ের হিসাব সকলের সামনে তুলে ধরেন জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের। পরে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।