জেলা পুলিশ সুপারের বাগাতিপাড়া পরিদর্শন এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ 

রাজশাহী লীড
নাটোর প্রতিনিধিঃ  সোমবার (৩০মার্চ) বিকেলে নাটোরের বাগাতিপাড়ার তমালতলা মোড় হয়ে সাপ্তাহিক বাজার পরিদর্শন ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)  প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, এবং লক ডাউন পরবর্তী সময়ে বাগাতিপাড়ার সার্বিক অবস্থা পরিদর্শন এবং জনসাধারণের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার।
পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অপরাধ আকরাম হোসেন, আবু হাসনাত অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন সহ অফিসারবৃন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব’র সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগাতিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আফতাব খান সুইট। এসময় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চলমান যানবাহনে জীবানুনাশক স্প্রে করা হয়।
ঘাতক ভাইরাস কোভিড-১৯ থেকে রক্ষা পেতে আমাদের কি করণীয় সেবিষয়ে    জনসচেতনতামূলক কিছু কথা বলেন জেলা পুলিশ সুপার। তিনি আরও বলেন, এই মহামারি থেকে বাঁচতে হলে আমাদের সকলঅকে সচেতন হতে হবে, সর্তক থাকতে হবে এবং সবসময় নিজেকে পরিস্কার পরিছন্ন থাকতে হবে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *