প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো আহসান হাবিব অপুর মা হাবিবা খাতুন (৬০) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে প্রেরিত এক শোক বার্তায় সংগঠনের পক্ষে সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবা খাতুন মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মরহুমার গ্রামের বাড়ি গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ীতে দাফনকার্য সম্পন্ন হবে।