বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় উপজেলা পর্যায়ে আন্ত: ইউনিয়ন ও পৌর সভায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শুদ্ধ ভাষায় জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাঘা পৌর এলাকার বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে আড়ানি পৌর এলাকার এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজ।
বুধবার (৩০-০১-১৯) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজার সভাপতিত্বে সমবেত কন্ঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌরসভা ও ইউনিয়ন ভিক্তিক প্রতিযোগিতায় বিজয়ী ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
বিচারকের দায়িত্বে ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মিলে মোট ১৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে আন্তঃ ইউনিয়ন ও পৌর সভা ভিত্তিক প্রতিযোগিতা শুরু করা হয়।