গরীব ও দুস্থ্যদের মধ্যে কম্বল বিতরণ করলেন মেয়র লিটন

রাজশাহী লীড

তথ্যবিবরণী:
রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আজ রাজশাহী মহানগরীর ধরমপুর এলাকায় গরীব ও দুস্থ্যদের মধ্যে ৫০০ পিস কম্বল বিতরণ করেছেন ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মেয়র বলেন, গত ৩০ জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা আমাকে মেয়র নির্বাচিত করে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই মহানগরীতে পিছিয়ে পড়া ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেন ও বিদ্যুতের পোল অতি দ্রুতই প্রকল্প তৈরি সব সমস্যার সমাধান করব।

সূর্য সন্ধানী যুব কল্যান সমিতি আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মন্ডল। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, আনোয়ার হোসেন আনার, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোসাব্বিরুল, সূর্য সন্ধানী যুব কল্যান সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন ।

কম্বল বিতরণের পূর্বে এ এলাকার এবারের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ
বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *