প্রেস বিজ্ঞপ্তি:
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযথভাবে উদযাপন উপলক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। নগরভবন মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু সভাপতিত্ব করেন। সরকারী কর্মসূচির আলোকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি রাত্রী ১২.০১ মি: ভূবন মোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনা সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করণ, বাদ জোহর জাতির শান্তি অগ্রগতি ও ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সোনাদিঘী জামে মসজিদে বিশেষ মোনাজাত, বিকাল ৩.০০ টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা, ক-বিভাগ (শিশু শ্রেণী-৩য় শ্রেণী) বিষয় ঃ শহীদ মিনার, খ-বিভাগ (৪র্থ শ্রেণী-৬ষ্ঠ শ্রেণী) বিষয়ঃ শহীদ মিনার, বিকাল ৪.০০ নগর ভবন ওয়ান স্টপ বুথ চত্ত্বর আলোচনা সভা।
সভায় সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক রেয়াজাত হোসেন রিটু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, সহকারী প্রকৌশলী আহম্মেদ আল মঈন পরাগ, প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন খোকন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন।