টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অনলাইন ক্লাস উদ্বোধন

জাতীয়

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অনলাইন ক্লাশ কার্যক্রম, ছাত্রছাত্রীদের হাত ধোয়ার ব্যবস্থা, বাউন্ডারী ওয়াল নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এড. আজমত উল্লা খান।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, ব্র্যাংক ব্যাংক টঙ্গী শাখা ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম মল্লিক, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনার ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন, আবুবকর সিদ্দিক, গোলজার হোসেন আকন্দ, জাকির হোসেন, প্রভাষক মহসিন, খাদিজা আক্তার তামান্না, শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুর রহিম, দেলোয়ার হোসাইন, নিরঞ্জন রবি দাস প্রমুখ।

করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ঘরবন্ধি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অনলাইন ক্লাশ কার্যক্রম চালু করেছে। এছাড়াও বিদ্যালয় চালু হলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে হাত ধোয়ার ব্যাচিন তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *