করোনা আক্রান্ত এমপি ডা. মনসুর’কে বিশেষ বিমানে ঢাকায় নেয়া হয়েছে

রাজশাহী লীড

স্বদেশবাণী ডেস্ক: করোনা আক্রান্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ডা. মনসুর রহমানকে বিশেষ বিমানে করে ঢাকায় নেয়া হয়েছে। সেখানে নেয়ার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে এমপি মনসুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।

গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি মনসুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরদিন রবিবার তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শফিক তরফদার জানান, এমপি ডা. মনসুর রহমানের ডায়াবেটিকসের সমস্যা রয়েছে। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন। তার পরিবারের কোন সদস্যও করোনায় আক্রান্ত হননি।

 

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *