স্টাফ রিপোর্টার: ‘ভোটার হব, ভোট দিব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মহানগরীর সিএন্ডবি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেন এর সভাপতিত্ব রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। রাজশাহীর জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের ও সমাজসেবী শহীন আক্তার রেনী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রধান আলোচক ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুর ইসলাম।
সভায় সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম স্বাগত বক্তৃতা প্রদান করেন।