রাসিকের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, বুধবার নগর ভবন হতে গ্রেটার রোড, বর্ণালীর মোড়, রাজিব চত্বর হয়ে ঘোষপাড়া, সিপাইপাড়া হয়ে রাজশাহী মেডিকেল কলেজ গেট হয়ে লক্ষীপুর মোড় পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাবলিক টয়লেটে পানীয় রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ৪১টি মামলা দায়ের করা হয়।

৪১টি মামলায় এক লাখ ৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *