নাটোরে মুক্তিযোদ্ধা ভাতার অর্থ বিতরণের সিদ্ধান্ত নিলেন সাবেক এমপি কালাম

রাজশাহী লীড

নাটোর প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধা ভাতার প্রাপ্ত সমুদয় অর্থ অসুস্থ, দুঃস্থ, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরনের সিদ্ধান্ত নিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাভোকেট আবুল কালাম আজাদ।

এরই অংশ হিসেবে গতকাল বুধবার (৭ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে ২৮ জন অসুস্থ, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থী
প্রতিজনের মাঝে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন।

অর্থ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, উপজেলা আ’লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, জেলা

আ’লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এ সময় সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা কালাম বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্ত ভাতার সমুদয় অর্থ অসহায় দুঃস্থদের মাঝে বিতরনের সিদ্ধান্ত নিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত এ ধারা অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে থাকতে চাই।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *