বাগাতিপাড়া প্রতিনিধি:
বাগাতিপাড়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা ও বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩জন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (১০ মার্চ) বাগাতিপাড়া উপজেলার জিগরি বাজার, পেরাবাড়িয়া মহল্লা ও ভাটোপাড়ায় সকালের দিকে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে এবং সকাল ১১টার দিকে জামনগর এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ ঘটনায় তিনজন আহত হন। বিজিবি, র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন- ১। আদম আলী ২। নাজমুল হোসেন ৩। নজরুল ইসলাম ৪। জুয়েল
এছাড়াও দয়রামপুর ইউনিয়নের জয়ন্তীপুড় এলাকায় নৌকা সমর্থিত দয়রামপুড় উই পি চেয়ারম্যান মাহবুবর রহমান মিঠু ও তার লোকজন আনারস সমর্থকদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে র্যাপিড এ্যাকশান ব্যাটোলিয়ন- ৫ এসে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেন।
বেশ কয়েকজন ভোটার জানান, তাঁরা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন।
বাগাতিপাড়ায় নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান। বিদ্রোহী প্রার্থী নাটোর-১ আসনের সাংসদ শহীদুল ইসলামের ছোট ভাই অহিদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে লড়ছেন।