বাঘা প্রতিনিধি
পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই মহান সৃষ্টিকর্তার সঙ্গে ফেরেশতাগণ তর্কে লিপ্ত হয়েছিলেন। ফেরেশতাগণ বলেছেন, মানুষ পৃথিবীতে গিয়ে রক্তারক্তি করবে। সৃষ্টিকর্তা বলেছেন, মানুষ হবে সৃষ্টির সেরা জীব। তাই আসুন- ইসলাম শান্তির ধর্ম, আর মানুষ সৃষ্টির সেরা জীব, সেটাকে প্রমাণ করতে সমাজে ভালো কাজ করি। অনুষ্ঠিত ওরশ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
শনিবার (১২-০৩-১৯) রাতে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম (ভান্ডারী ভাব নগর) এলাকার ভান্ডারী দরবার শরীফে পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত শাহ্ সূফী গাউছুল আজম মাওলানা বাবাজান কামাল-ডা.নুরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ)’র খেলাফত দিবস উপলক্ষে ২১ তম বার্ষিকী পবিত্র উরশ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র আক্কাছ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমেন সরকার। উপস্থিত ছিলেন, বিভিন্ন অঞ্চল সহ এলাকার আশেকান, তরিকান, জাকেরান জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে শত শত ভক্ত বৃন্দ।
দিনব্যাপি ওরশ অনুষ্ঠানে বাদ যোহর মিলাদ মাহফিল ও দোয়া প্রার্থনা করেন চিশতিয়া পীরে কেবলা মহসিন আলী। অনুষ্ঠানের শেষ পর্বে মনিগ্রাম সুরতরঙ্গ বিদ্যানিকেতনের পরিবেশনায় ভাব গম্ভীর পরিবেশে শ্যামা কাওয়ালী, গজল ও ভান্ডারীশান পরিবেশন করা হয়।