স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানো হয়। আজ রোববার সকালে নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। পরে রাজশাহী কলেজের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে এসে শেষ হয়। র্যালিতে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।