স্বদেশ বাণী ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তিক প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত ৪২ জন মারা গেছে। এ ঘটনায় আরো ২১ জন গুরুতর আহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
দেশটির কর্মকর্তা কোরি সিমবোলোন এর বরাত দিয়ে খবরে বলা হয়, প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক এ বন্যা দেখা দেয়।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, বন্যায় অন্তত নয়টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্যোগপূর্ণ এলাকাগুলোর পথে রয়েছে।