নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজশাহী
নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯খ্রী. পালিত হয়েছে।
আজ ২৬শে মার্চ রোজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ভোরবেলা নাচোল সরকারি কলেজ চত্বরের স্মৃতিসৌধে নাচোল উপজেলা পরিষদ ও প্রশাসন, নাচোল পৌরসভা, নাচোল থানা পুলিশ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গুলো পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে, নাচোল উপজেলা মাঠ চত্বরে মনোজ্ঞ কুচকাওয়াচ ও শারীরিক কসরত প্রর্দশন করা হয়।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা।  কুচকাওয়াচে নাচোল থানা পুলিশ, আনসার-ভিডিপিসহ নাচোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ।
 মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোক চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *